AMOUNT TK. 0.00
পৃথিবীতে সফলতার মানদন্ড সর্বদাই ভিন্ন হয়ে থাকে। ক্ষমতার মানদন্ডে বিশ্বের বুকে সফল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, অর্থের মানদন্ডে সফল বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক, মাঠে সফল ফুটবলার লিওনেল মেসি, মানুষকে বিনোদন দিয়ে সফল বিশ্বের সেরা কৌতুক অভিনেতা চার্লস স্পেনসার চ্যাপলিন। কিন্তু “জান্নাত লাভে ধন্য যারা” প্রকৃতপক্ষে তারাই সফল। এই ক্ষনস্থায়ী মোহ ও চাকচিক্যের মায়াজালে নিজেরা এতোটা বিভোর যে, আমরা মনে করি অর্থ-সম্পদ, ক্ষমতা ও দাপট অর্জন মানেই সাফল্য অর্জন।তবে সেটা সফলতা নয়, মূলত তারাই সফল যারা জাহান্নাম থেকে নিজেদের রক্ষা করার যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে।
Add a review